Also read in

I demand 'unconditional citizenship of Bengalis', ready to pay any price for this, says Sushmita

“নাগরিকত্ব বিল নিয়ে বিজেপি রাজনীতি করছে, তবে তারা নিজেও জানে এই বিল কাউকে নাগরিকত্ব দেবেনা। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজেই একথা স্বীকার করেছেন। আমি এরাজ্যে বাঙালিদের নিঃশর্ত নাগরিকত্বের পক্ষে আছি, এতে যদি আমার দলও আমাকে ত্যাগ করে, আমার তাতে ভয় নেই, আর কিছু হারাবারও নেই। কাল যদি কংগ্রেস আমাকে টিকেট না দেয়। রাহুল গান্ধী যদি আমাকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আমি অন্য কোন দলে গিয়ে যোগ দেবোনা”, এমনটাই বললেন শিলচরের সাংসদ সুস্মিতা দেব। সোমবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি নাগরিকত্ব বিল সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সুবিধাবাদের রাজনীতি তিনি করেননা বলে দাবি করেন সুস্মিতা এদিন। তিনি বলেন, “আমি সুবিধাবাদী নই, আমার রক্তে কংগ্রেস। অন্য দলে ভালো সুযোগ পাবো বলে সেখানে গিয়ে যোগ দিয়ে দেবো, অথবা বাঙালির বিরুদ্ধে দু-একটা কথা বললে বেশি ভোট পাওয়ার আশা থাকবে, এজন্য নিজের মানুষকে ত্যাগ করব! এমনতর শিক্ষা আমার নেই। কাল যদি রাহুল গান্ধী মনে করেন শিলচরে অন্য কাউকে টিকেট দেবেন, আমার তাতে অসুবিধা নেই। নাগরিকত্ব বিষয় নিয়ে আমার অবস্থানে যদি আমাকে দল থেকে বের করে দেন, আমার তাতে আক্ষেপ থাকবে না। আমি ভোট দেওয়ার সময় এসে কংগ্রেসকেই ভোট দিয়ে যাব। বরাক উপত্যকার প্রত্যেক বাঙালির পাশে সারা জীবন থাকবো। এতে ভোটে হারি বা জিতি, ভবিষ্যতে মাথা উঁচু করে নিজের মাটিতে বাঁচবো।
নরেন্দ্র মোদির নাগরিকত্ব বিলে সাধারণ মানুষ উপকৃত হবেন না। বিজেপি লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিল নিয়ে অযথা নাটক করছে। আমি জেপিসির সদস্য, আমি জানি বিলে কি আছে। আমি বাঙালির নাগরিকত্ব চাই, একটি দুর্বল নাগরিকত্ব বিল নয়”।

মধুরবন্ধে রবিবার তাকে কালো পতাকা দেখানো নিয়ে সুস্মিতার বয়ান, “একদল লোক আমাকে নিয়ে কি বলল তাতে সাধারণ মানুষের মনোভাব প্রকাশ পায়না। যারা কালোপতাকা দেখিয়েছে তাদের স্বার্থ ছিল। যেমন অখিল গগৈর মত লোক নিজেকে অসমিয়া বললেও তারা সারা অসমিয়া সমাজের প্রতিনিধিত্ব করেননা, তেমনি এধরনের লোক আমার বিরোধিতা করলে একটা বিশেষ সম্প্রদায়ের মনোভাব প্রকাশ পায়না। আমার লক্ষ‍্য আগামী লোকসভা নির্বাচন নয়, এই নির্বাচন তো একটি ঘটনা মাত্র। আমি আমার নিজের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং তাই একটি সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য কেউ আমাকে কালো পতাকা দেখালে বা আমার কুশপুতুল দাহ করলে আমার তাতে কিছু আসে যায় না।”

Comments are closed.