Also read in

Manipur's deputy CM visits Hailakandi

Manipur's

The English version of the story wil be available soon.

 

হাইলাকান্দিতে মনিপুরি  সমাজের অর্ধশতাধিক সমাজকর্মীকে  সংবর্ধনা  মনিপুরের উপমুখ্যমন্ত্রী জয়কুমারের

 

মনিপুরি সমাজের অর্ধশতাধিক সমাজকর্মীকে সংবর্ধনা দিলেন মনিপুর রাজ্যের  উপমুখ্যমন্ত্রী ওয়াই জয় কুমার সিংহ। সিপাহী বিদ্রোহের সেনানী আর কে নরেন্দ্রজিতের ১৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন  উপলক্ষে শুক্রবার হাইলাকান্দির লাইশ্রমখুন থৌগন মরূপ কমিন্যুটি হলে আয়োজিত প্রকাশ্য  অধিবেশনে অংশ নিয়ে  মনিপুরের উপ মুখ্যমন্ত্রী ওয়াই জয় কুমার সিংহ  ও তার পত্নী জয়বী দেবী  হাইলাকান্দি জেলার মনিপুরি সমাজের প্রবীন পুরুষ মহিলা সমাজকর্মীদেরকে মঞ্চে ডেকে নিয়ে সংবর্ধনা জানান ।

 

প্রদীপ প্রজ্বোলন করে প্রকাশ্য অধিবেশনের সূচনা করে প্রদত্ত ভাষনে উপমুখ্যমন্ত্রী জয়কুমার সিংহ সিপাহী বিদ্রোহে উত্তর পুর্ব ভারতে নেতৃত্ব দেওয়া বীর সেনানী আর কে নরেন্দ্রজিৎ  সিংহের উল্লেখয়োগ্য অবদানের চিত্র তুলে ধরে  তাঁর ১৯৯ তম জন্মবার্ষিকী  অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজক অসম মনিপুরি সাহিত্য পরিষদ, থৌগন মরূপ সহ বিভিন্ন সংগঠনের প্রশংসা করেন। তিনি  বলেন, ভারতের স্বাধীনতার জন্য বৃটিশের বিরুদ্ধে যুদ্ধের অপরাধে আজীবন আর কে নরেন্দ্রজিৎ কে আন্দামানের কারাগারে বন্দী জীবন কাটাতে হয়।  এহেন এক দেশপ্রেমীকের জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করেন।  উল্লেখ্য, এদিন সকাল   আটটায় শহীদ  স্মৃতি তর্পণের মাধ্যমে  দিনব্যাপী কার্যসূচির সুচনা হয়।

 

এরপর সকাল  নটায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন  এ মনি সিংহ।  উদ্ধোধনী অনুষ্ঠানের পর আরম্ভ হয় আলোচনাচক্র।  এতে অন্যান্যদের মধ্যে মনিপুর রাজ্যের মনীন্দ্র কোনসম,  কাছাড়ের কুঞ্জলাল,  ,করিমগঞ্জের মনিধন সিংহ, হাইলাকান্দির কে স্বপন সিংহ  প্রমুখ অংশ নিয়ে সিপাহী বিদ্রোহে আর কে নরেন্দ্রজিৎ এর  উল্লেখযোগ্য  ভূমিকার কথা তুলে ধরেন। হাইলাকান্দির  শিক্ষাবিদ কে  স্বপন সিংহ  তার লিখিত প্রতিবেদনে বলেন, সিপাহী বিদ্রোহ আন্দোলনে আর কে নরেন্দ্রজিৎ  অসমের বরাক উপত্যকার লাতু, সরসপুর, চন্দ্রপুর, রনটিলা, রাংগাউটির মনিপুরি টিলা, জালেংগা, দার্বি চা বাগান,  ভূবন পাহাড়ের পাদদেশ,  লক্ষীপুর,  বিন্নাকান্দি,  জিরিবাম ইত্যাদি এলাকায় অবস্থান করে বৃটিশের সাথে যুদ্ধ করেছেন।। সবশেষে মনিপুর সীমান্তে বৃটিশ সৈন্য বাহিনীর কাছে পরাজিত হয়ে মনিপুরের মনিপুরি সিপাহীদের হাতে বন্দী হন আর কে নরেন্দ্রজিৎ।। এরপর  বৃটিশের বিচারে তাঁকে  যাবজ্জীবন আন্দামান জেলে কাটাতে হয়।  এদিন বিকেলে  থৌগন মরূপ কমিন্যুটি হলে প্রদীপ প্রজ্বোলনের মাধ্যমে প্রকাশ্য অধিবেশনের উদ্ধোধন করেন মনিপুরের উপ মুখ্যমন্ত্রী  জয় কুমার সিংহ।    থৌগন মরূপ  সভাপতি কে ননীবাবু সিংহের পৌরোহিত্যে  অনুষ্ঠিত প্রকাশ্য অধিবেশনে মনিপুরের উপমুখ্যমন্ত্রী হাইলাকান্দি জেলার মনিপুরি সমাজের  অর্ধ শতাধিক প্রবীন পুরুষ মহিলা সমাজকর্মীকে মঞ্চে ডেকে নিয়ে মনিপুরের  বস্ত্র সহ নানা উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।  এদিনের প্রকাশ্য অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, শিক্ষাবিদ এন আমুসানা সিংহ,  জয় কুমার সিংহ, জেলা পরিষদের সি ই ও শান্তি কুমার সিংহ,  জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ,  এন জি মধু চন্দ্র,  প্রমুখ অংশ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এল খগেন্দ্র সিংহ এবং  উদ্দেশ্য ব্যাখ্যা করেন এম নন্দ কুমার।

Comments are closed.