Also read in

Modi government scraps article 370 in J&K, turmoil prevails

আজ রাজ্যসভায় জম্মু-কাশ্মীর নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। বিজেপি দলের অনেক দিনের প্রতিশ্রুতি রূপায়ণে রাজ্যসভায় ৩৭০ ধারা বাতিলের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী‌। জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে জম্মু-কাশ্মীরে আইনসভা থাকার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু লাদাখে কোনও আইনসভা থাকবে না।রাষ্ট্রপতির আদেশক্রমে জম্মু-কাশ্মীরকে পুনর্গঠিত করে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হল।

ঘোষণার সাথে সাথে তীব্র প্রতিবাদ জানান বিরোধীরা। সিদ্ধান্তের প্রতিবাদে সংসদের মেঝেতেই ধর্নায় বসে পড়ে কংগ্রেস, পিডিপি, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে-র সাংসদরা। নিজের জামা ছিঁড়ে প্রতিবাদ জানান রাজ্যসভায় পিডিপি সাংসদ ফৈয়াজ আহমেদ মীর। সংবিধানের কপি ছিঁড়ে ফেলার জন্য পিডিপি সাংসদ ফৈয়াজ ও নাজির আহমেদকে সংসদ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু।

কয়েকদিন ধরেই নিরাপত্তা বাহিনীর বুটের শব্দে ত্রস্ত ভূ-স্বর্গ, বিপুল পরিমাণে সেনা মোতায়েন করা হচ্ছিল জম্মু-কাশ্মীরে। এর মধ্যেই আজ ভোর থেকে শ্রীনগরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। যার জেরে নতুন করে কাশ্মীর নিয়ে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীরের প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ নেতা ওমর আবদুল্লা, ফারুখ আবদুল্লা, মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা। প্রশাসনিক স্তরে বিকল্প যোগাযোগ ব্যবস্থায় সমন্বয় রক্ষা চলছে।

এই চাঞ্চল্যকর সংবাদে সমস্ত দেশের সাথে বরাক উপত্যকার জনগণ ও টিভিতে চোখ রেখে চলেছেন।

Comments are closed.

error: Content is protected !!