New Primary Health Centre at Ramchandi, Hailakandi
এক কোটি তের লক্ষাধিক টাকা ব্যয়ে হাইলাকান্দির রামচণ্ডীতে একটি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মিত হচ্ছে।। শনিবার বিকেলে
রামচণ্ডী এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে রামচণ্ডী দীননাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক নির্মাণ কাজের সূচনা করেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ও হাইলাকান্দির জেলা উপায়ুক্ত আদিল খান।।
এ উপলক্ষে আয়োজিত সভায় রামচণ্ডী ও দীননাথপুর জিপি সীমান্তে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে অর্থ মঞ্জুর করায় গভীর সন্তোষ ব্যক্ত করে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। সভায় একটি সর্বাঙ্গ সুন্দর সমাজ গঠনে স্বাস্থ্য ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে হাইলাকান্দির জেলা উপায়ুক্ত আদিল খান বলেন, বিধায়ক সুজাম উদ্দিনের তৎপরতায় ওই হাসপাতালের মঞ্জুরি দিয়েছে সরকার। কাটলিছড়ার সর্বাঙ্গিন উন্নয়নে বিধায়কের তৎপরতার প্রশংসা করে ডিসি আদিল খান বলেন, হাসপাতাল স্থাপনের মাধ্যমে ওই এলাকার উন্নয়ন তরান্বিত হবে । কলেজ ও হাসপাতাল হলে গোটা এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। উপকৃত হবেন সাধারণ জনতা। তাই নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে তিনি ঠিকাদারকে নির্দেশ দেন । কাজের গুনগত মান বজায় রাখতেও বলেন তিনি।। এক্ষেত্রে স্থানীয় জনতাকে সতর্ক দৃষ্টি রাখার পাশাপাশি সহযোগিতার আহবান জানান আদিল খান । জেলা উপায়ুক্ত আদিল খান এদিন সরকারের বিভিন্ন জনমুখী কর্মসূচির সফল রূপায়নে জনতার সহযোগিতা কামনা করেন।
সভায় বিধায়ক সুজাম উদ্দিন লস্কর বলেন, তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর উন্নয়ন বঞ্চিত রামচণ্ডী ও দীননাথপুর জিপি সীমান্ত এলাকায় একটি হাসপাতাল ও একটি মহিলা কলেজের দাবি নিয়ে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হন। কাটলিছড়ার জনগণের স্বাস্থ্য সেবায় সরকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মঞ্জুর করায় বিধায়ক লস্কর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান কর্মসূচির অধীনে রামচণ্ডী দীননাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবন, স্টাফ কোয়ার্টার নির্মাণে এক কোটি তের লক্ষ বাহাত্তর হাজার একাশি টাকা মঞ্জুর করেছে। তাছাড়া রামচণ্ডী লছমনটিলা এলাকায় একটি মহিলা কলেজও মঞ্জুর করেছে সরকার। হাইলাকান্দি জেলা প্রশাসন ইতিমধ্যে ওই আবাসিক মহিলা কলেজ নির্মাণে ত্রিশ বিঘা জমি বরাদ্দ করেছেন।।
এদিনের সভায় অন্যদের মধ্যে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ এ আর মজুমদার, জিপি সভাপতি জহির উদ্দিন লস্কর, প্রমুখ বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে কাটলিছড়ার মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দে, ডিপিএম মারুফ আলম, ডাঃ সুব্রত দে, গৌতম যাদব, মঞ্জির আহমেদ চৌধুরী, নৃপেন্দ্র দাস, প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are closed.