Also read in

New train time table to be effective from 1st July, journey time of 16 trains reduces

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসম্পর্ক আধিকারিক প্রণব জ্যোতি শর্মা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, ভারতীয় ট্রেনের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে আগামী ১ জুলাই থেকে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনস্ত ১৬ টি প্যাসেঞ্জার ট্রেন আগের চেয়ে আরো কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাবে।সেইসঙ্গে ৬৭টি ট্রেনের আগমন ও প্রস্থানের সময়ও বদলানো হয়েছে।

যেসব ট্রেন আগের চেয়ে ৫ থেকে ৩০ মিনিট কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাবে সেগুলো হলো, ১৫৯০৯ ডিব্রুগড় লালগড় অবধ অসম এক্সপ্রেস, ১২৫০৪ আগরতলা বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসফর এক্সপ্রেস, ১৩১৭৪ আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ১৫৬২৬ আগরতলা দেওঘর এক্সপ্রেস, ১৫৬৩০ শিলঘাট টাউন তাম্বারাম নগাও এক্সপ্রেস, ১৫৪১৮ শিলঘাট আলিপুরদুয়ার জংশন রাজ্যরানী এক্সপ্রেস, ১৩২৪৫ নিউ জলপাইগুড়ি রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস, ১৩০৩৪ কাটিহার হাওড়া এক্সপ্রেস, ১৫৬৩১ বরমার গুয়াহাটি এক্সপ্রেস ইত্যাদি।

গুয়াহাটিতে কয়েকটি ট্রেনের সফরসূচি বদলানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ২২৫০২ নিউ তিনসুকিয়া ব্যাঙ্গালোর এক্সপ্রেস, ২০৫০৩ ডিব্রুগড় নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ২০৫০৫ ডিব্রুগড় নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৪২৩ ডিব্রুগড় নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস, ২০৫০১ আগরতলা আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস, ১৫৯৬০ ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস, ১৪০৫৫ ডিব্রুগড় দিল্লী ব্রহ্মপুত্র মেল, ১৫৯০৩ ডিব্রুগড় চন্ডিগড় এক্সপ্রেস, ১৫৯৩৩ ডিব্রুগড় অমৃতসর এক্সপ্রেস, ১৫৯০৯ ডিব্রুগড় লালগড় অবধ আসাম এক্সপ্রেস, ১৩১৭৪ আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইত্যাদি।

গুয়াহাটি থেকে ১২৩৪৬ গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস ছাড়ার সময় পাল্টানো হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে ১৩২৪৫ নিউ জলপাইগুড়ি রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস এবং ১৫৭৩৩ নিউ জলপাইগুড়ি দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস ছাড়ার সময়ও পাল্টানো হয়েছে।

বিভিন্ন ট্রেনের এই পরিবর্তিত সময়সূচির ফলে উত্তর পূর্ব রেলে ট্রেন চলাচল আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন রেল কর্তৃপক্ষ।

Comments are closed.

error: Content is protected !!