Also read in

Tamal Kanti Banik and his wife test positive for COVID19

করোনা আক্রান্ত তমালকান্তি বণিক ও তার স্ত্রী, বাড়িতে থেকেই হবে চিকিৎসা

শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তমালকান্তি বণিক এবং তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তার দোকানের দুই কর্মচারি আক্রান্ত হয়েছিল, তাদের সংস্পর্শে আসায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তমাল কান্তি বণিককে সোয়াব স্যাম্পল পরীক্ষা করতে বলা হয়। তিনি এবং তার স্ত্রী নিজেই এগিয়ে এসে পরীক্ষা করান এবং তাদের রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। তবে তারা দুজনেই অ্যাসিম্পটোমেটিক, ফলে বাড়িতে থেকে চিকিৎসার জন্য আবেদন করেছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের আবেদন মঞ্জুর হয়েছে।

তমালকান্তি বণিক শিলচর শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সংস্কৃতিকর্মী। তার আক্রান্ত হওয়ার খবরে অনেকেই চিন্তা ব্যক্ত করেছেন। তিনি ফোনে আমাদের জানিয়েছেন, তার দোকানের দুই কর্মচারি গত সপ্তাহে পজিটিভ হয়েছিল। এই খবর পাওয়ার পরেই আপাতত দোকানটি বন্ধ রাখা হয় এবং তিনি নিজেও বাড়িতে আইসোলেশনে থাকতে শুরু করেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সোমবার তাদের স্যাম্পল সংগ্রহ করা হয়। মঙ্গলবার বিকেলে জানানো হয় তিনি এবং তার স্ত্রী পজিটিভ। তার দুই পুত্র বাড়িতেই রয়েছে। তবে যেহেতু তিনি আগেই আইসোলেশনে চলে গেছিলেন, ফলে ছেলেদের সঙ্গে প্রায় এক সপ্তাহ ধরে সরাসরি যোগাযোগ হয়নি।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের দুজনকে বাড়িতেই চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে। এব্যাপারে তিনি বলেন, “যেহেতু আমরা দুজনেই অ্যাসিম্পটোমেটিক, ফলে বাড়িতে থেকে চিকিৎসার জন্য আবেদন করেছিলাম। যে এপার্টমেন্টে থাকি সেখানে অন্যান্য পরিবার এবং আমার এলাকাবাসী প্রত্যেকেই আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন। তাদের পক্ষ থেকে এনওসি পেয়েছি। অ্যাপার্টমেন্টে একজন ডাক্তার রয়েছেন, তিনি কথা দিয়েছেন আমাদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন। ফলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের আপাতত বাড়িতেই চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে।”

Comments are closed.

error: Content is protected !!