Also read in

Today’s Headlines: Mini Secretariat is going to be in Srikona. Sarbananda is coming to laid down the foundation stone.

সুপ্রভাত, আজ রবিবার, ১৯শে মাঘ,১৪২৫ বঙ্গাব্দ ; ৩রা ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

পশ্চিমবঙ্গের দুর্গাপুর এবং ঠাকুরনগর সভায় প্রধানমন্ত্রী প্রদত্ত বক্তব্যকে উদ্ধৃত করে আজ প্রান্তজ্যোতি এবং যুগশঙ্খ মুখ্য শিরোনাম করেছে।

প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম,

আরে দিদি সিবিআইকে এত ভয় কেন: মোদি।। নাগরিকত্ব বিলকে সমর্থন করুন, মমতাকে আহ্বান প্রধানমন্ত্রীর

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,

উদ্বাস্তুর নাগরিকত্বে দায়বদ্ধ আমরা : মোদি

এই প্রসঙ্গে সাময়িকের অ্যাঙ্কর নিউজ,

কড়া সমালোচনা করেও নাগরিকত্ব বিলের মমতার সমর্থন চাইলেন মোদি-পশ্চিমবঙ্গের মতুয়াদের বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী

সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

নয়া আতঙ্ক; খসড়া-ছুট বাঙ্গালীদের নাম ভোটার তালিকা থেকে ছাঁটা হচ্ছে।। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় তোপের মুখে কেন্দ্র-রাজ্য ও কমিশন

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

ভোটার তালিকা থেকে নাম কাটা নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

সব জল্পনার অবসান ঘটিয়ে শিলচরের অদূরে শ্রীকোনার ইন্দ্র গড় জিপিতে ১৫ বিঘা জমি নিয়ে মিনি সেক্রেটারীয়েট স্থাপিত হচ্ছে, উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী, এমন খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

শ্রীকোনায় হচ্ছে মিনি সচিবালয়, শিলান‍্যাসে আসছেন সর্বানন্দ

দ্বিতীয় শিরোনামে কংগ্রেস সভাপতিকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতি লিখেছে,

সার্জিক্যাল স্ট্রাইক শুরু হবে মোদির বিরুদ্ধে: রাহুল

মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির অ‍্যাঙ্কর নিউজ,

ষড়যন্ত্র কাজে আসবে না, সময় এলে জবাব দেবে জনগণ: সর্বানন্দ ।। ১৪ আসনেই জয়ের রণকৌশল বিজেপির

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • সিবিআই অধিকর্তা হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন ডিজিপি ঋষি কুমার শুক্লা
  • কেঁপে উঠল হিন্দুকুশ, দুলে গেল দিল্লি, ভূকম্প ইন্দোনেশিয়ায়ও
  • নাগরিকত্ব বিল: ৮টি মামলা, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন: মুখ্য সচিব
  • ‘কংগ্রেস এখন সাম্প্রদায়িক রাজনীতি করছে’ হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দিতে বলেছেন গগৈ: হিমন্ত

বক্স করে সাময়িকের দুটো খবর,

  • অসম ভবন থেকে তাড়িয়ে দেওয়া হলো অখিল গগৈকে
  • ডি ভোটারদের যন্ত্রণা শুনতে হর্ষ মন্দাররা অসমে

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • মোদি দুর্নীতির ঠাকুরদাদা: মমতা
  • আলফা জঙ্গি ঘাঁটিতে মায়ানমার সেনা অভিযান গুলির লড়াই
  • টাকা পাচার করে লন্ডনে ফ্ল্যাট! আগাম জামিন পেলেন রবার্ট ভদ্রা
  • ভীমা কোরেগাঁও মামলা -গ্রেফতার সমাজতত্ত্ববিদ আনন্দ তেলতুম্বে

অন্য একটি খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

বিজেপিকে আটকাতে মহাজোট নিয়ে ভাবছে কংগ্রেস: গগৈ

তিনের পাতায় সাময়িক জানাচ্ছে,

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জেলা শাসকের- শিলচরের উন্নয়নে ২০০ কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের অনিশ্চয়তায় উদ্বেগ

সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,

বহুতলে বেহাল সুরক্ষা ব‍্যবস্থা!

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়,

এমন বাজেট চার বছর আগে হলো না কেন

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

ভোট বাজেট: মধ্যবিত্ত কৃষকদের অগ্রাধিকার

এবং

সর্বদা লেডিস ফাস্ট নয়

খেলার পাতায় সাময়িক প্রসঙ্গ বক্স করে স্কুল স্পোর্টস প্রমোশন ফাউন্ডেশনের রাজ্য দল গঠনের ট্রায়ালে শিলচরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটারদের হেনস্থার বিষয়ে জানাচ্ছে,

গুয়াহাটিতে ক্রিকেটারদের হেনস্থার অভিযোগ অস্বীকার সুজয়ের

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ভারত

অন্য একটি খবর,

জাঁকালো কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো রামানুজ বিদ্যামন্দিরের ক্রীড়া সপ্তাহ

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.