
Yuba Chhatra Parishad demands renovation of Sonai-Kabuganj road
সোনাই কাবুগঞ্জ রোডের বেহাল সড়ক সংস্কারের কাজ অতিসত্বর শুরু না হলে অনশন ধর্মঘটে সামিল হবে সোনাই যুব সংগ্রাম পরিষদ। বৃহত্তর সোনাই এলাকার জনগণের পক্ষ থেকে সোনাই যুব সংগ্রাম পরিষদ আজ এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে সোনাইয়ের সার্কেল অফিসারের মাধ্যমে কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে এক চরমপত্র প্রদান করেছে।
পত্রে বলা হয় যে আগে তবুও সোনাই এলাকার রাস্তার অবস্থা কিছুটা ভালো ছিল। কিন্তু গতবছর রাস্তার উপরিভাগের মেরামতের নাম করে সড়কের অবস্থার আরও অবনতি ঘটে। স্মারকলিপি প্রদান, বিভিন্ন সময়ে আন্দোলন সহ বিভিন্ন ভাবে এলাকার জনগণ সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। সোনাই নির্বাচন চক্রের প্রধান শহর সোনাই’র জনগণের প্রতি সরকার বিমাতৃসুলভ ব্যবহার করছে বলে উল্লেখ করা হয়। ফলে এলাকার জনগণের ধৈর্যের সীমা লঙ্ঘিত হয়েছে।
এই অবস্থায় পরিষদের পক্ষ থেকে সোনাই-কাবুগঞ্জ সড়ক সংস্কারের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর মধ্যে যদি তাদের দাবি পূরণের লক্ষ্যে কাজ শুরু না হয় তাহলে সোনাইয়ের যুব সমাজকে নিয়ে সুফিয়ান লস্কর আমরণ অনশন ধর্মঘটে যোগ দেবেন বলে জানান। এই অনশন ধর্মঘটের সময় যদি অনশনকারীদের কোনও বিপত্তি হয় তাহলে সরকার এজন্য দায়ী থাকবে বলে চরমপত্রে উল্লেখ করা হয়।
সুফিয়ান লস্করের নেতৃত্বে এই চরমপত্র প্রদানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ মজুমদার, আব্দুল ওদুদ চৌধুরী, আবুল হাসান চৌধুরী,আজমল হুসেন,আনোয়ার হুসেন লস্কর, জাবির হুসেন চৌধুরী,মাহমদ হুসেন লস্কর, রসিদ আহমদ লস্কর, মেহবুব আলম লস্কর, মুন্না লস্কর, আব্দুল মন্নান লস্কর, আমজাদ হুসেন বং,মিনহাজ আলম প্রমূখ।
Comments are closed.