Also read in

Dacoity at Nilambazaar: Police arrests five youths from Shildubi

দক্ষিণ করিমগঞ্জ তথা ত্রিপুরায় ত্রাস সৃষ্টিকারী ৫ দুর্ধর্ষ ডাকাতকে স্থানীয় পুলিশের সহযোগিতায় শিলডুবি থেকে আটক করল নিলামবাজার পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে নিলাম বাজার থানার পুলিশ ও স্থানীয় পুলিশ বাহিনী শিলচর শহর সংলগ্ন শিলডুবি থেকে এই দলকে আটক করে। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্রসহ অনেকগুলো মোবাইল জব্দ করে পুলিশ। এই অভিযানে নিলামবাজার পুলিশের নেতৃত্ব দেন ওসি আর পি রংমাই, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল হাসিব।

ধৃতদের মধ্যে একজনের বাড়ি কাটিগড়ায়, বাকি সবাই শিলডুবি এলাকার। ধৃতরা হল কাটিগড়ার দেবেন্দ্র দাসের ছেলে শান্ত দাস (৩০), শিলডুবি এলাকার মঈন উদ্দিনের ছেলে আসগর আলি(২৭), নিজাম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৩১), আব্দুল জলিল (২১) ও সাজু মিয়া লস্কর (২৯)।

উল্লেখ্য এই দুর্ধর্ষ ডাকাত দল দক্ষিণ করিমগঞ্জ তথা ত্রিপুরাতে ত্রাসের সৃষ্টি করেছিল। নিলামবাজারের দাসগ্রামে ডাকাতির ঘটনার পর সামাজিক মাধ্যম গুলোতে এই নিয়ে বিস্তর প্রচার হয়েছিল।

Comments are closed.

error: Content is protected !!