
SMB announces name of Puja committees of Sharadotsab, 2019
শারদোৎসব, ২০১৯ উপলক্ষে শিলচর পৌরসভা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার সমূহের ফলাফল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। মণ্ডপসজ্জা ও প্রতিমা নির্মাণে প্রথম পুরস্কার লাভ করেছে তারা রেলওয়ে সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এই প্রতিযোগিতায় যে সকল পুজো কমিটি বিভিন্ন বিভাগে পুরস্কার লাভ করেছে তারা হল :
প্রতিমা :
প্রথম : রেলওয়ে সর্বজনীন দুর্গাপূজা কমিটি
দ্বিতীয় : দক্ষিণ বিলপার দুর্গাপূজা কমিটি
তৃতীয় : মাতৃমন্দির দুর্গাপূজা কমিটি,
শেওড়াতলা দুর্গাপূজা কমিটি
শ্রী শ্রী হরিসভা দুর্গাপূজা কমিটি
মন্ডপ শয্যায় :
প্রথম : রেলওয়ে সর্বজনীন দুর্গাপূজা কমিটি
সুভাষ নগর-কলেজ রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি
দ্বিতীয়: রাধামাধব রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি
তৃতীয় : মিতালী সংঘ ও বিধান সরণি সার্বজনীন দুর্গাপূজা কমিটি
শ্যামাপ্রসাদ রোড দূর্গা পূজা কমিটি,
তারাপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি, এস এস রাইস মিল
আলোকসজ্জায়:
প্রথম : রাধামাধব রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি
দ্বিতীয় : পশ্চিম অম্বিকাপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি
শৃঙ্খলা পরায়ণতায়:
প্রথম : শেওড়াতলা দুর্গাপূজা কমিটি,
দ্বিতীয় : আমরা সবাই
স্বচ্ছতায় বিশেষ পুরস্কার দেওয়া হবে শরৎপল্লী দুর্গাপূজা কমিটি; আনন্দ পরিষদ,তারাপুর, শিলচর ; দক্ষিণ অম্বিকাপুর-শ্মশান রোড দূর্গা পূজা কমিটি; দাস কলোনি মহিলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি; সৎসঙ্গ আশ্রম রোড দূর্গা পূজা কমিটি; মাতৃমন্দির দুর্গাপূজা কমিটি গুলোকে।
এই পুরস্কার গুলো আজ বিকেল পাঁচটায় এক অনুষ্ঠানে শিলচর পৌরসভা কার্যালয় থেকে দেওয়া হবে। পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর স্বাক্ষরিত এক প্রেস বিবৃতি মারফত এই সংবাদ প্রদান করা হয়েছে।
Comments are closed.